হোম অন্যান্যসারাদেশ আমার ভুল হলে ক্ষমা চাইছি, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না,আমি রিভেন্স এ বিশ্বাসী নই, নড়াইলে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে এমপি মাশরাফি

নড়াইল প্রতিনিধি :

“রাজনীতিতে আমার ভুল হলে ক্ষমা চাইছি—ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না,আমি রিভেন্স এ বিশ্বাসী নই”—নড়াইলে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে কেন্দ্রীয় আ.লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদদক মাশরাফি বিন মোর্তজা একথা বলেন। বৃহস্পতিবার(২৫মে) নড়াইল শিল্পকলা একাডেমী চত্ত্বরে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

নড়াইলে সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি—বার্ষিক সম্মেলনে তিনি দলীয় নেতা—কমীর্দের উদ্দেশ্যে এসব কথা বলেন। দলীয় গ্রুপিং এবং সম্মেলনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন“আপনিই সবচেয়ে ভালো অন্যরা খারাপ এটা মনে করলে চলবে না,আপনার মুখে একথা আর বুকে অন্য কথা এটা হবে না,আপনার মুখ আর বুক একই থাকতে হবে”।

সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু,সহ—সভাপতি কৃষিবিদ মো.আব্দুস সালাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল,জেলা আ.লীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস,পৌরমেয়র আঞ্জুমান আরা। সদর উপজেলা শেখ রিয়াজ মাহমুদ মিশাম এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.তরিকুল ইসলাম উজ্জ্বল ,সভাপতি মন্ডলী সদস্য শেখ মো.নুরুজ্জামান,জাতীয় পরিষদ সদস্য রুনা লায়লা,সাথী রহমান রেশমা,এড.শরীফ আল হাশিম খান,জেলা সাধারন সম্পাদক এস এম পলাশ প্রমুখ।#
মোস্তফা কামাল,নড়াইল ২৫—০৫—২০২৩

সম্পর্কিত পোস্ট

মতামত দিন