রাজনীতি ডেস্ক:
নিজের নির্বাচনী এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জের-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন।
চাঁদাবাজদের ধরে আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন নবনির্বাচিত এই এমপি। বলেন, ‘চাঁদাবাজ যদি আমার দলের বা আমার লোকও করে তাকেও ছাড় দেয়া যাবে না।’
সোহরাব উদ্দিন বলেন, ‘কিছু দলীয় নেতাকর্মীসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন এলাকায় বাস, সিএনজি ও অটোরিশসা স্ট্যান্ডে চাঁদাবাজি করছে। এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের পক্ষে কোন জনপ্রতিনিধি অবস্থান নিলে তিনিও চাঁদাবাজির সাথে জড়িত বলে ধরে নেয়া হবে।’
সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেনো হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় কাউকই ছাড় দেয়া হবে না।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনসহ সরকারের বিভিন্ন অফিস প্রধান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাহার আকন্দকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন আওয়ামী লীগের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।