হোম জাতীয় আমাদের দুর্ভাগ্য ’৭৫ পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

আমাদের দুর্ভাগ্য ’৭৫ পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ

জাতীয় ডেস্ক:

আমাদের দুর্ভাগ্য ’৭৫ পরবর্তীতে এ দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কীভাবে স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পর যে কাজগুলো হয়েছে, তা-ও নতুন প্রজন্মকে জানতে হবে— এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এসব কথা বলেন সরকারপ্রধান। স্কুলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সব শিশুদের সেভাবেই প্রস্তুত করতে হবে। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। সেই লক্ষে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে মার্কেটটি ঘুরেও দেখেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন