হোম বিনোদন ‘আমরা রাষ্ট্রকে ভয় পাই, ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে’

‘আমরা রাষ্ট্রকে ভয় পাই, ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে’

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

বিনোদন ডেস্ক:

কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে মিছিলে নেমেছে শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার পর সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা রবীন্দ্র সরোবরে জড়ো হতে থাকেন। এরপর তারা র‍্যালি করে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন। এসময় কথা বলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাকিব চৌধুরী।

সাকিব চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের বন্দুক দিয়ে আমাদের সন্তানদের মারা হচ্ছে। আগে পাকহানাদার বাহিনী মেরেছে, এখন নিজ দেশের পুলিশই আমাদের গায়ে হাত তুলছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক গনমাধ্যমে ফুটেজ চলে গেছে আর্মিরা গুলি চালাচ্ছে। হেলিকপ্টার থেকে স্ট্রাইপিং করা হচ্ছে। কেন আমরা কি শত্রু? ছাত্র কি দেশের শত্রু? নো, তারা দেশের ভবিষৎ।’

তার ভাষায়, ‘আমরা তাদের সঙ্গে প্রথম দিন থেকে আছি, থাকবো। কে যেন প্রশ্ন করেছিল আমরা এতো দেরিতে কেন এসেছি? আমি বলতে চাই, হ্যাঁ আমরা এই রাষ্ট্রকে ভয় পায়। ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই। এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধ শিল্পীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন