হোম জাতীয় আমরা ব্যাথায় বেদনায় হতাশ: ফখরুল

জাতীয় ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, আমাদের সামনে স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে দিনাজপুর বিএনপির জেলা বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে মির্জা ফখরুল একথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল গলা টিপে, আজকে আবার কয়েক বছর ধরে গণতন্ত্রকে হত্যা করে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশকে লুটেরা, হত্যা, গুম রাহাজানি করে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। আজ আমরা ব্যথায় বেদনায় হতাশ, আওয়ামী লীগ দেশটিকে স্বৈরাচারী দেশে পরিণত করেছে, গণতন্ত্রের কথা বলে উল্টো কাজ করে।

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরিদপুরে আওয়ামী লীগের কাউন্সিলে বলেছেন, যে সমস্ত নেতা দুর্নীতি, অনিয়মের সঙ্গে জড়িত , সম্পদ লুট করে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের দলে জায়গা হবে না। ওবায়দুল কাদের নিজেই স্বীকার করেছেন তাদের দলের লুটেরাদের কথা। আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। কারণ এ সরকার বল প্রয়োগ করে নির্বাচন ব্যবস্থাকে তাদের মতো করে নিতে চায়। আমাদের স্পষ্ট কথা নিরপেক্ষ সরকারের মাধ্যমে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। তার আগে কোনো নির্বাচন নয়।

সম্মেলন শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দুপুর ২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের বিপরীতে একজন মহিলা প্রার্থীসহ ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ২০টি সাংগঠনিক ইউনিটের ১ হাজার ৯১৯ জন ভোটার (কাউন্সিলর) ভোট দেন। ভোট শেষ হয় বিকেল ৬টায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহমেদ জানিয়েছেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে গণনা শেষ করতে রাত ১১টা হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন