হোম আন্তর্জাতিক আমরা ন্যাটোর ডি-ফ্যাক্টো সদস্য: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন ন্যাটোর ডি-ফ্যাক্টো সদস্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা ন্যাটোর ডি-ফ্যাক্টো সদস্য হয়ে উঠেছি, আইনগতভাবে না হলেও।’

রেজনিকভের মন্তব্য এমন এক সময়ে এল যখন পশ্চিমা বিশ্বের ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টিকে উসকানি হিসেবে চিহ্নিত করেছে। পশ্চিমা বিশ্বের উদ্বেগ কমাতেই রেজনিকভের পক্ষ থেকে এই মন্তব্য এল।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রেজনিকভ আশা প্রকাশ করেন, আসন্ন বসন্তে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ জোরদার করবে তখন ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে ট্যাংক, যুদ্ধবিমানসহ অন্যান্য প্রতিশ্রুত অস্ত্র সহায়তা লাভ করবে।

তিনি বলেন, ‘একটি দেশ হিসেবে ইউক্রেন এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী ন্যাটোর সদস্য হয়েছে; ডি-ফ্যাক্টো সদস্য। এখনো হয়তো আমরা ন্যাটোর আইনসম্মত সদস্য নই। কারণ, আমাদের কাছে অস্ত্র রয়েছে এবং আমরা জানি কীভাবে এই অস্ত্রগুলো ব্যবহার করা যায় (ন্যাটোর স্বার্থে)।’

রেজনিকভের এই মন্তব্য বিতর্ক উসকে দেবে কিনা বিশেষ করে ইউক্রেনের প্রতিরক্ষমন্ত্রীর এই মন্তব্যকে রাশিয়া কীভাবে নেবে তা ভাবনার বিষয়। এ ছাড়া, ন্যাটো এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে নিজেদের কোনো পক্ষ বলতে অস্বীকার করে এসেছে।

তবে রেজনিকভের দাবি তার এই মন্তব্য কোনো বিতর্ক তৈরি করবে না। তিনি বলেন, ‘এটি কেন বিতর্কিত হবে? এটি সত্য এবং এটিই বাস্তবতা। আমি নিশ্চিত যে, অদূর ভবিষ্যতে আমরা আইনগতভাবে ন্যাটোর সদস্য হব।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন