হোম রাজনীতি ‘আমরা নির্বাচন প্রতিহত করতে চাইনি, বর্জন করেছি’

‘আমরা নির্বাচন প্রতিহত করতে চাইনি, বর্জন করেছি’

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আমরা নির্বাচন প্রতিহত করতে চাইনি, আমরা বলেছি নির্বাচন বর্জন করুন। আমরা যদি বলতাম নির্বাচন প্রতিহত করো, তাহলে কোথাও কেউ বাক্স নিয়ে যেতে পারতো না।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় বলেন, ‘এ নির্বাচনে একদলেরই খেলা হয়েছে। এটা একদলীয় বাকশাল, নতুন বাকশাল এই শেখ হাসিনা করেছে। নির্বাচন আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সবাই প্রস্তুত থাকুন, কখন পরিবর্তন হবে এটা বলা যাবে না।’

খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন