হোম রাজনীতি আব্দুল মঈন খান: ‘কাল্পনিক গণতন্ত্রের ফানুস মানুষের সামনে তুলে ধরছে সরকার’

রাজনীতি ডেস্ক:

সরকার কাল্পনিক গণতন্ত্রের ফানুস মানুষের সামনে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ‘মহান বিজয় দিবস, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঈন খান বলেন, সরকার মুখে যা বলে বাস্তবায়ন করে না আবার কাজ যা করে মুখে তা বলে না। সরকার কাল্পনিক গণতন্ত্রের ফানুস তৈরি করে মানুষের সামনে তুলে ধরছে। মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি আরও বলেন, সরকার যখন গণতন্ত্রের ভান ধরে তখন স্বৈরাচারের চেয়েও ভয়ঙ্কর হয়। যদি কেউ ২০২৪ ও ২০১৪ সাল গুলিয়ে ফেলে তাহলে ভুল করবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে একদলীয় শাসন চায়?

সম্পর্কিত পোস্ট

মতামত দিন