হোম আন্তর্জাতিক আবারও শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৩। এখন পর্যন্ত অন্তত ৮০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার (৭ অক্টোবর) ২৪ ঘণ্টায় একাধিক বড় মাত্রার ভূমিকম্পে অকল্পনীয় ক্ষয়ক্ষতি ও হতাহতের মাত্র ৪দিন পর আবারও বড় ভূমিকম্পের মুখোমুখি হলো দেশটি। খবর আল জাজিরার।

বুধবার (১১ অক্টোবর) পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ সংলগ্ন এলাকায় এ ভূমিকম্প হয়। দেশটির তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল ওয়াহিদ রায়ান জানান, বুধবারের এই ভূমিকম্পের ফলে হেরাত-তোরঘুন্ডি হাইওয়েতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

এছাড়া শনিবারের পরপর ভূমিকম্পের ধাক্কা সামলেও চাহাক গ্রামে দাঁড়িয়ে থাকা অন্তত ৭০০টি আবাসিক ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবারের এই কম্পনে।

এর আগে, শনিবার পরপর কয়েকটি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। বুধবারের ভূমিকম্পের ফলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন