হোম খেলাধুলা আবারও তীরে এসে তরী ডুবল বরিশালের

আবারও তীরে এসে তরী ডুবল বরিশালের

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

জয়ের আশা জাগিয়েও হারল ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও তীরে এসেছে তরী ডুবেছে তাদের।

সিলেটে শনিবার (২৭ জানুয়ারি) বিপিএলের ১১তম ম্যাচে ১০ রানে হেরেছে বরিশাল। ১৯৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তাদের ইনিংস থেমেছে ১৮৩ রানে। তাদের লড়াই থেকে একাই ছিটকে দেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ৩ ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি।

আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয়ের পথে থাকা বরিশাল ম্যাচ খোয়ায় শেষ ওভারে গিয়ে। বোলার থেকে হঠাৎ ব্যাটার বনে গিয়ে ৪ বলে ১৩ রান তুলে বরিশালের জয় কেড়ে নেন ম্যাথু ফোর্ডে। বাজে বোলিংয়ের খেসারত দেন খালেদ আহমেদ।

আর এদিকে চট্টগ্রামের বিপক্ষে জয়ের পথে থেকেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় তামিম বাহিনীর। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮তম ওভার শেষেও সম্ভাবনা ছিল বরিশালের। কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিম আউটের সঙ্গে সঙ্গে তাদের জয়ের আশাও শেষ হয়ে যায়। শেষ ১২ বলে জয়ের জন্য যেখানে ৩৩ রানের প্রয়োজন ছিল সেখানে দুনিথ ভেল্লালাগে ও আব্বাস আফ্রিদি মিলে দলকে ২২ রান এনে দিতে সক্ষম হন।

এদিন রান তাড়ায় নেমে শুরু থেকে আধিপত্য করে বরিশাল। আহমেদ শেহজাদের মারকুটে ইনিংসে ৫ ওভারের মধ্যেই ৫০ রান তুলে নেয় তারা। ১৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯ রান করে বিলালের শিকার হন শেহজাদ। দ্বিতীয় উইকেটে দলকে লড়াইয়ে রাখেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে ইনিংসের ১১ ও ১৩তম ওভারে আক্রমণে গিয়ে বরিশালকে বড় ধাক্কা দেন কার্টিস ক্যাম্ফার। এই দুই ওভারে বরিশালের চার ব্যাটারকে সাজঘরের পথ দেখান তিনি।

১১তম ওভারে তিনি ফেরান তামিম ও সৌম্যকে। ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে আভিষ্কা ফার্নান্দের হাতে ক্যাচ তুলে দেন তামিম। ১৬ বলে ১৭ রান করে সৌম্য কট বিহান্ড হন ক্যাম্ফারের স্লোয়ারে এজ হয়ে। এরপর ১৩তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৩ ও ইয়ানিক ক্যারিয়াহ ২ বলে ৪ রান করে ক্যাম্ফারের শিকার হন। ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বরিশাল।

তবে মুশফিকুর রহিমের সঙ্গ নিয়ে দলকে আবার আশা দেখান মেহেদী হাসান মিরাজ। ১৭.২ ওভারে আউট হওয়ার আগে ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন তিনি। তখনো জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ বলে ৪২ রান। ওভারে একটি ছক্কা হাঁকান মুশফিক। তাতে শেষ ১২ বলে ৩৩ রান প্রয়োজন পড়ে বরিশালের। কিন্তু ১৯তম ওভারের তৃতীয় বলে গিয়ে বিলালের বলে মুশফিক আউট হলে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় বরিশাল। ২২ বলে ২৩ রানে থামে মুশফিকের ইনিংস।

এর আগে আভিস্কা ফার্নান্দোর দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি আসরে যা সর্বোচ্চ। ফার্নান্দো ৯১ রান করে অপরাজিত থাকেন। তার ৫০ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছয়ের মার। এছাড়া বিধ্বসী ব্যাটিংয়ে মাত্র ৯ বলে ২৯ রান করেন আইরিশ অলরাউন্ডার ক্যাম্ফার।

জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচে হারল বরিশাল। অন্যদিকে চার ম্যাচের মধ্যে তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন