হোম খেলাধুলা আবারও ইনজুরি নেইমারের:শঙ্কায় আল হিলাল ক্যারিয়ার

আবারও ইনজুরি নেইমারের:শঙ্কায় আল হিলাল ক্যারিয়ার

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। এক বছর বাইরে থাকার পর আবারও ছিটকে গেলেন তিনি। এবার অবশ্য মাঠের বাইরে থাকবেন ৪ থেকে ৬ সপ্তাহের মতো।

আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। নতুন করে ইনজুরিতে পড়ায় সৌদি ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।

১২ মাসের ইনজুরি বিরতির পর ক্লাবের হয়ে দুটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। ইরানের ইস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিন অবশ্য বদলি হয়ে ৫৮ মিনিটে খেলতে নেমেছিলেন। কিন্তু সুবিধা করত পারেননি। খেলার এক পর্যায়ে টান লাগে পায়ে। তিন মিনিট বাকি থাকতে আবারও মাঠ ছেড়ে গেছেন।

নেইমারের চোট নিয়ে বিস্তারিত জানান আল হিলাল কোচ হোর্হে জেসুস। বুধবার রিয়াদে তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ইনজুরিটা কম গুরুতর নয়। মনে হয়েছে সে পেশিতে মারাত্মক যন্ত্রণা পাচ্ছে। ব্যাপারটা হাঁটুর নয়।’

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসন মিলে তার মাঠে ফিরতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে।

অবশ্য নেইমারের ইনজুরিতে সৌদি গণমাধ্যমে তার ক্যারিয়ার নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। তারা বলছে, এবার ব্রাজিলিয়ান তারকাকে হয়তো আর নিবন্ধন করা হবে না। যেহেতু তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হবে।

২০২৩ সালের আগস্টে চুক্তিবদ্ধ হওয়ার পর ১৯ বারের সৌদি চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ৭ ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। এই মুহূর্তে ঘরোয়া লিগে খেলার জন্য নেইমার নিবন্ধিত নন। কারণ ইতোমধ্যেই ক্লাবটিতে ১০ জন বিদেশি খেলোয়াড়ের পূর্ণ কন্টিনজেন্ট রয়েছে। তবে তার মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে বাধা নেই। নিবন্ধনের নতুন উইন্ডো উন্মুক্ত হবে আগামী জানুয়ারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন