হোম আন্তর্জাতিক আফগান সংঘাতের টেকসই সমাধানে পাকিস্তান গুরুত্বপূর্ণ: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, পাকিস্তানকে অবশ্যই আফগানিস্তানের সংঘাতের টেকসই সমাধানের অংশ হতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন।

এক টুইটপোস্টে মার্কিন সিনেটর বলেন, আফগান সংঘাতের যে কোনো টেকসই সমাধানে পাকস্তানকে অন্তুর্ভুক্ত করতে হবে। আফগান অঞ্চলটি খুবই জটিল আর বর্তমান সময় আরও বিপজ্জনক।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। সেখানে তালেবানের পাকিস্তানি সংস্করণ আছে। যারা পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীকে উৎখাত করতে চাচ্ছে।

মার্কিন নাগিরক, মিত্র দেশসহ অন্যান্য দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে পাকিস্তানের সহায়তার কথা আমলে নিতে হবে বলেও জানান লিন্ডসে গ্রাহাম।

মার্কিন সিনেটরের এই টুইটপোস্টের জবাবে পাকিস্তানি রাষ্ট্রদূত লিখেছেন, আমি সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে কথা বলেছি। তাকে আফগান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নিতে পাকিস্তান সব দেশকে সহায়তা করেছে, সেই তথ্য দেওয়া হয়েছে তাকে।

কয়েক দিন আগে, আফগান পরিস্থিতিতে প্রভাব বিস্তার করতে পারবে এমন এক ডজন দেশের পাশপাশি পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। কাবুলের পতনের পর দেশটিতে ক্ষমতা আরও জোরালোভাবে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে তালেবান।

গত ১৬ আগস্ট পাকিস্তান, চীন, রাশিয়া, ভারত, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্থনি ব্লিংকিন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিকে ফোন দিয়ে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

টেলিফোন আলাপে ব্লিংকিনকে কুরাইশি বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান গড়ার সহায়তায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যুক্ত থাকবে পাকিস্তান।

আফগানিস্তানে সামনে এগিয়ে যাওয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই গুরুত্বপূর্ণ বলে জোর দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা দরকার বলেও মনে করেন তিনি।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ এর আগে আফগানিস্তানে যৌথ স্বার্থ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন