হোম খেলাধুলা আফগানিস্তান টেস্টের আগে অধিনায়কের জ্বর, তামিমের ইনজুরি

খেলাধূলা ডেস্ক:

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন তারকা ব্যাটার লিটন দাস। তবে টেস্ট অধিনায়কের গুরুদায়িত্ব সামলানোর আগেই অসুখে পড়েছেন এই ব্যাটার।

জ্বরের কারণে অনুশীলন থেকে বিরত থাকতে হচ্ছে লিটনকে। দলের সূত্রমতে, লিটনের নাকি একটি স্ক্যান করা হয়েছে। তবে সে স্ক্যানের রিপোর্ট ঠিক আছে বলেও জানিয়েছে বিসিবি সূত্র।

গুরুত্বপূর্ণ টেস্টের আগে অনুশীলনে অনুপস্থিতি তামিমও। খোঁজ নিয়ে জানা গেছে, পিঠের পুরোনো ব্যথা আবারও পেয়ে বসেছে টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। বিসিবি সূত্রের খবর, সেরে উঠতে বিশ্রামে আছেন তামিম।

গত বছর কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি তামিম। সামনে টাইগারদের ব্যস্ত ক্রিকেট সূচি। সব মিলিয়ে ওয়ানডে অধিনায়কের পিটের চোট নিয়ে অস্বস্তিতে টাইগার টিম ম্যানেজম্যান্ট। পিঠের পুরোনো ব্যথা নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তামিম। এবার আফগানিস্তানের টেস্ট শুরুর আগে ফের ব্যথায় ভুগছেন তামিম। তবে ম্যানেজম্যান্টের আশা, কয়েকদিনের বিশ্রামে সেরে উঠবেন টাইগার ওপেনার।

তামিমের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটা আগের, নতুন কিছু না। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। এখনও চার-পাঁচদিন সময় আছে। চিকিৎসা চলছে। এখনো ফাইনাল মন্তব্য করার সময় আসেনি। সমস্যা হচ্ছে, আমরা দেখছি। মেডিকেল টিম কাজ করছে। দেখা যাক কী হয়।’

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন