হোম খেলাধুলা আফগানদের সামনে রানপাহাড়: জয়াসুরিয়ার ২৪ বছরের রেকর্ড ভেঙে নিসাঙ্কার ডাবল

স্পোর্টস ডেস্ক:

পাল্লাকেলেতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে স্বদেশী কিংবদন্তি সনাত জয়াসুরিয়ার ২৪ বছর আগের রেকর্ড ভেঙেছেন পাথুম নিসাঙ্কা। প্রথম শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ব্যাট হাতে তার আধিপত্যের দিনে লক্ষ্যটা পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে আফগানদের জন্য।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। নিসাঙ্কা একাই ২১০ রান করে অপরাজিত ছিলেন।

এদিন কোনো পাত্তাই পায়নি আফগানিস্তানের বোলাররা। শুরু থেকেই তাদের ওপর চড়াও হন দুই ওপেনার নিসাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। ২৬ ওভারের মধ্যে তারা দলকে এনে দেন ১৮২ রান। ২৭তম ওভারে গিয়ে ৮৮ রানের ইনিংস খেলে ফরিদ আহমেদের শিকার হন আভিষ্কা। ৮৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তখন ৭২ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন নিসাঙ্কা।

দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস। ৩১ বলে ১৬ রান করে মোহাম্মদ নবির শিকার হন তিনি। এরপর ক্রিজে এসে নিসাঙ্কাকে সঙ্গ দেন সাদিরা সামারাবিক্রমা। যোগ্য সঙ্গী পেয়ে ঝড় তুলতে থাকেন নিসাঙ্কা। ৮৮ বলে সেঞ্চুরি তুলে নেয়ার পর ১১৬ বলে তুলে নেন দেড়শ। দলীয় ৩৪৫ রানে ব্যক্তিগত ৪৪ রানের ইনিংস খেলে আউট হন সামারাবিক্রমা। তবে ক্রিজের আধিপত্য ধরে রাখেন নিসাঙ্কা। পাল্লাকেলের ভিআইপি বক্সে বসে থাকা স্বদেশী কিংবদন্তি জয়াসুরিয়ার সামনেই ভাঙেন তার ২৪ বছর আগের পুরনো রেকর্ড।

২০০০ সালে শারজায় ভারতের বিপক্ষে ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন জয়াসুরিয়া। ওয়ানডেতে গত ২৪ বছরে এটিই ছিল কোনো লঙ্কান ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। ইনিংসের ৪৯তম ওভারের পঞ্চম বলে সে রেকর্ড ভেঙে ১৯০ রান করে ফেলেন নিসাঙ্কা। দুই যুগ পর নিজের সে রেকর্ড তরুণ কোনো ব্যাটারকে ভাঙতে দেখে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান জয়াসুরিয়া। শেষ পর্যন্ত ১৩৯ বলে ২০ চার ও ৮ ছক্কায় ২১০ রান করে প্রথম লঙ্কান ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ক্লাবে নাম লেখান নিসাঙ্কা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ১২তম ডাবল সেঞ্চুরি। এর আগে এই ক্লাব নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকাল, রোহিত শর্মা, শেবাগ, ইশান কিশান, শুভমান গিল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল ও ফখর জামান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন