হোম জাতীয় আপত্তিকর ভিডিও ধারণ করে ওয়েবসাইটে বিক্রি, গ্রেফতার ২

জাতীয় ডেস্ক:

নানা কৌশলে অন্যের আপত্তিকর ভিডিও ধারণ করে নিষিদ্ধ ওয়েবসাইটে বিক্রি করত একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে এসব ভিডিওর বিজ্ঞাপনও দিত তারা। এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) খুলনা থেকে ফাতেমা তুজ জোহরা ও আব্দুল্লাহ আল মামুন নামে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হরুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চক্রটি কৌশলে ভিডিও ধারণ করে বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইটে বিক্রি করত। ভিকটিমদের ব্ল্যাকমেইল করেও হাতিয়ে নিত কোটি কোটি টাকা।

হারুন জানান, গত ১১ জুন রাজধানীর ভাটারা থানায় এমন হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা দাবি করার অভিযোগে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এক ভুক্তভোগী। এ অভিযোগের ভিত্তিতে চক্রটিকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে খুলনা থেকে ফাতেমা তুজ জোহরা ও আব্দুল্লাহ আল মামুন নামে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপকর্মে জড়িত থাকার দায় স্বীকার করেছে জানিয়ে ডিবির এ কর্মকর্তা জানান, গ্রেফতার দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিতেন। এ চক্রটির সঙ্গে আরও অনেকে জড়িত আছেন। তাদের গ্রেফতার করতে পারলে ঢাকা শহরে এমন আরও চক্র আছে কি না, তা জানা যাবে।

এ সময় অনলাইনে নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কাউকে না পাঠানো এবং আবাসিক হোটেল বা কারো বাসায় অবস্থানের ক্ষেত্রে গোপন ক্যামেরা আছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন ডিবির এ কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন