রাজনীতি ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন বিজয়ের দিকে যাচ্ছে; কোন বাধাই আর জনগণের এ আন্দোলন আটকাতে পারবে না।
মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘একদফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা ২৮ তারিখ কর্মসূচি দিয়েছি। সেদিন অনেকগুলো রাজনৈতিক দলও কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি দেয়ার অধিকার থাকলে, জামায়াতসহ সবারই কর্মসূচি দেয়ার অধিকার আছে। প্রায় ৪০টি দল কর্মসূচি দিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি স্টেপই ঝুঁকিপূর্ণ। জনগণ জেগে উঠেছে। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে। তবে এসব করে আর আটকে রাখতে পারবে না। কোনো ভয়ভীতি দেখিয়ে জনগণের আন্দোলন আটকে রাখা যাবে না। এবারের আন্দোলন বিজয়ের দিকে যাচ্ছে, সফলতার দিকে যাচ্ছে। একদফার দাবি আদায়ের আন্দোলন হলো সাধারণ মানুষের মুক্তির আন্দোলন।’
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো সন্ত্রাসের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। তারা পুরোপুরিভাবে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যাতে ভোটাররা ভোট দিতে না যায়। আসন্ন নির্বাচনে তারা যেভাবেই হোক ক্ষমতায় আসার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।’