হোম ফিচার আন্দোলনে বাধা সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি বিএনপির

রাজনীতি ডেস্ক :

আন্দোলনে বাধা এলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, রাজনৈতিক শক্তি হারিয়ে পুলিশ প্রশাসনের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগ।

জোনভিত্তিক ১৬ পয়েন্টে প্রতিবাদ কর্মসূচির নবম দিন সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। জ্বালানি তেল ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর উত্তর বিএনপি আয়োজন করে বিক্ষোভ সমাবেশের।

সরু রাস্তায় কর্মসূচির অনুমতি মেলার পর মিছিল আর স্লোগানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশস্থলে। দুদিন আগে বনানীতে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়া বিএনপি নেতা তাবিথ আউয়াল আসেন মঞ্চে। বলেন, জীবন দিয়ে হলেও নির্দলীয় সরকারের দাবির ফয়সালা হবে রাজপথে।

তাবিথ বলেন, যতক্ষণ না আমরা এই সরকারকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব ততক্ষণ কেউ আমরা যুদ্ধের ময়দান থেকে সরব না।

দলের সিনিয়র নেতারাও বলেন, যে কোনো বাধা মোকাবিলায় নিতে হবে কঠোর প্রস্তুতি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, কর্মসূচি চলছে, চলবে। এ ব্যাপারে কারো সঙ্গে কোনো আপস নেই।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, বিএনপি ধরে ধরে ধরে না, আর ধরলে কিন্তু ছাড়ে না।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত বলেই বিএনপিকে মোকাবিলায় রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করছে।

খসরু বলেন, আজকে কিন্তু আওয়ামী লীগ নেতাদের কাছে রাজনৈতিক কোনো নেতৃত্ব নাই। ওদের রাজনৈতিক নেতৃত্ব আজকে সরকারি কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছে। যে কারণে তারা বিএনপির সামনে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সাহস হারিয়ে ফেলেছে। এই ফ্যাসিস সরকারে পতন না ঘটা পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে।

দেশ-বিদেশে বর্তমান সরকার তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন