যশোর অফিস :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিবকে সংবর্ধনা দিয়েছে যশোরের অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সোমবার রাতে নওয়াপাড়ায় আকিজ সিটির স্কাই লাউঞ্জে এক জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে সাদাত রহমান সাকিবকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন আকিজ গ্রæপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্যা আমির হোসেন।
আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সিআইপি বলেন, নড়াইলের সন্তান সাদাত রহমান সাকিব বিশ্ব দরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছে। আজকের শিশু কিশোরদের এভাবেই এগিয়ে আসতে হবে। ডিজিটাল সোনার বাংলাকে তুলে ধরতে হবে বিশ্ব দরবারে।
অনুষ্ঠানে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আকিজ জুট মিলস এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
