হোম খুলনাসাতক্ষীরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ ও সিপিপি’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু,কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বৃন্দ,উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বিভিন্ন এনজিও প্রধানগ, ইলেকট্রনিক মিডিয়া গ্রীন মিডিয়া ও সিপিপি, সিডিও ইউথটিম এর সকল পর্যায়ের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।

প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,দূর্যোগ প্রবন এলাকা শ্যামনগরের মানুষ দূর্যোগে অগ্রাসনে যতবার পড়েছে ততবার মাননীয় প্রধানমন্ত্রী সর্বিক সহযোগীতা করে প্রত্যান্ত অঞ্চলের মানুষের পাশে দাড়িয়েছে। ইতিমধ্যে শ্যামনগরের দ্বীপবেষ্টিত এলাকা উপজেলার গাবুরা ইউনিয়নে টেঁকসই বেড়িবাঁধ নির্মানে এক হাজার কুড়ি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।উপকূলীয় মানুষ সাধারণ মানুষ পেটে ভাত চাইনা উপকূলীয় টেকসই বেড়িবাঁধ চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন