হোম ঢাকাফরিদপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মহড়া অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ফরিদপুর উদ্যোগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে অদ্য আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি র্র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল ফরিদপুর সামনে এসে শেষ করে।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র্র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদপুর সদর আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর লিটন ঢালী, কৃষি সম্প্রসারণ উপ পরিচালক রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন