হোম আন্তর্জাতিক আন্তরিক অভিনন্দন বন্ধু: ট্রাম্পকে মোদি

আন্তরিক অভিনন্দন বন্ধু: ট্রাম্পকে মোদি

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নির্বাচনে জিতে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে আনুষ্ঠানিক জয়ের আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন নেতারা। এবার সে তালিকায় নাম লেখালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ওই পোস্টে ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করে তিনি লিখেছেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জনের জন্য আপনাকে অভিনন্দন। আপনার আগের মেয়াদে যথেষ্ট সফলতা অর্জন করেছিলেন। তার ওপর নির্ভর করে আমাদের বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব অগ্রসর হবে বলে আমি আশাবাদী। আমাদের জনগণের উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চলুন আমরা একত্রে কাজ করি।

জয়ের দ্বারপ্রান্তে থাকা অবস্থাতেই ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট এখনও পাননি তিনি। তবে ট্রাম্পের এ ঘোষণার পরই বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন