ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
‘উন্নত বাংলাদেশ গড়তে তারুণ্যের নেতৃত্বই প্রধান অবলম্বন’ বিষয়ের ওপর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
ফিউচার লিডার্স অ্যাসেম্বলি বাগেরহাট শাখার আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আট্টাকা কে আলী মডেল হাই স্কুল। বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের ফ্রি পার্টামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী দলের সদস্যরা হলেন ইলমা বাশার, সৈয়দা জারিন তাসনিম সাবা ও আনিকা তাবাচ্ছুম কেয়া। তারা প্রতিযোগিতার বিপক্ষ দলের ভূমিকায় ছিলেন।
সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন পক্ষ দলে আট্টাকা কে আলী মডেল হাই স্কুলের দলনেতা জাহিন মাহদিয়াত খান।
মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট কাজি আজহার আলি কলেজের প্রভাষক ও সাংবাদিক আবুল আহসান টিটু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর ও বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবিদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল জিনিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান সাকিব, ফিউচার লিডার্স অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইফতেখার আনান, উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী সাইদ ইকবাল চয়ন।
আয়োজকরা জানান, সু-নাগরিক গঠনে তরুণদের চিন্তা-ভাবনা, যুক্তিবোধ এবং নেতৃত্বগুণ বিকাশ এ আয়োজনের মূল উদ্দেশ্য।