বাণিজ্য ডেস্ক:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং অ্যাডমিশন অ্যান্ড প্রোমোশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ‘আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩’ প্রথম পর্ব এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
এই আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩-এর প্রথম পর্বে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করেছে। এতে বিজয়ী হয়েছে বিজ্ঞান বিভাগের রায়হান হোসাইন; প্রথম রানারআপ হয়েছে একই বিভাগের মিজানুর রহমান; দ্বিতীয় রানারআপ হয়েছে বিজনেস বিভাগের তানজিদুল ইসলাম।
প্রতিযোগিতার ফল ঘোষণা করেন গুলশান মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান এবং বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তারা ও গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা।
এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীরা যেন তাদের জ্ঞান ও দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উৎসাহিত হয়।
উল্লেখ্য, ‘আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩’ দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করবে। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ী আন্তঃকলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩-এ তাদের কৃতিত্বের চিহ্ন হিসেবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট পাবেন।