হোম খুলনাসাতক্ষীরা আনুলিয়া পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অনেক নিয়মিত ছাত্রীর অভিভাবকদের ভোটার না করা ও একই ব্যক্তিকে দুই বার ভোটার তালিকাভুক্ত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। ত্রুটিপূর্ণ ওই ভোটার তালিকায় ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধের অবেদন জানিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণকারি তিনজন প্রার্থী।

আবেদনে আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারি মোঃ ফারুকুজ্জামান, মোঃ শিমুল আলম ও নওয়াব আলী গাজীর জানান, আমরা উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদপ্রার্থী। কিন্তু দুঃখের বিষয় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক পরষ্পর যোগসাজসে প্রতি শ্রেণীতে অনেক অভিভাবককে ভোটার তালিকাভুক্ত করেননি। আমাদের পর্যবেক্ষণে কমপক্ষে ৫২ জন ছাত্রীর অভিভাবককে ভোটার করা হয়নি। এছাড়া ভোটার তালিকায় একই ব্যক্তিকে দুই বার ভোটার করা হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনে ভোটে কারচুপির মাধ্যমে নির্বাচিত করার জন্য সভাপতি ও প্রধান শিক্ষক ষড়যন্ত্রমূলভাবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণনয়ন করেছেন।

তারা ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে চলমান ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনপূর্বক পুনরায় স্বচ্ছতার সাথে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচন করার জোর দাবি জানান।

অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারি মোঃ ফারুকুজ্জামান জানান, নিজের আপন লোককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য বর্তমান সভাপতি মোঃ নুরুল আলম ও প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস পরষ্পর যোগসাজসে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরী করেছেন। তালিকায় ৫২ জনের মত নিয়মিত ছাত্রীর অভিভাবককে ভোটার করা হয়নি। আবার বর্তমান ভোটার তালিকায় একজন অভিভাবককে দুই বার ভোটার করা হয়েছে। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। তিনি ষড়যন্ত্রমূলকভাবে করা ওই ভোট তালিকা বাতিল করে চলমান ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধপূর্বক পুনরায় ভোটার তালিকা করে সুষ্ঠু ও সুন্দর ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এবিষয়ে আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মোঃ নুরুল আলম বলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তত করার জন্য তিন সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছিল। যার প্রধান ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস। পরে তিনি সম্পূর্ন এককভাবে এই তালিকা প্রস্তুত করেছেন। এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সর্ম্পকে আমি আগে থেকে অবগত ছিলাম না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন