হোম জাতীয় আনসারকাণ্ডে আলোচিত সেই আহত গাড়ি চালকের মৃত্যু

আনসারকাণ্ডে আলোচিত সেই আহত গাড়ি চালকের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী সংঘর্ষে মোঃ শাহিন হাওলাদার (৪০) নামের এক রেন্ট-এ-কার চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

নিহতর ছেলে মোঃ বিশাল জানান, আমার বাবার সচিবালয়ের সামনে রেন্ট-এ-কার অফিস রয়েছে। ওখানেই তিনি গাড়ি চালাতেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার ছাত্র সংঘর্ষে আমার বাবা আহত হয়।

পরদিন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার বাবা মারা যায়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা থানার এলাকায়। আমরা বর্তমানে খিলগাঁর গোড়ান এলাকায় থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। পরে পরিবারের অভিযোগ না থাকায় তার ছেলের কাছে মরদেহ হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন