হোম খুলনাযশোর আদালতের আদেশ অমান্য করে যশোরে জমি দখলের অভিযোগ

আদালতের আদেশ অমান্য করে যশোরে জমি দখলের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

যশোর প্রতিনিধি:
যশোর সদরের ফতেপুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই জমি দখল করে নিয়েছে। বাড়ি-ঘর ছেড়ে দেবার জন্য বর্তমানে ওই সব দুর্বৃত্তরা জীবননাশের হুমকি দিচ্ছে।জানা গেছে, গত মঙ্গলবার ওই এলাকার বাউলিয়া গ্রামের ইকবাল ও বাদলসহ ২০/২৫ জন সন্ত্রাসী ফতেপুর গ্রামের রাজু আহমেদের বাড়িতে হাজির হয়। এক পর্যায়ে বাড়ি ছেড়ে দেবার জন্য হুমকি দেয়। এতে তাদের কথা না শোনার জন্য তারা বাড়িতে থাকা দুইটি পাকা গুয়াল ঘর, পাকা রান্না ঘর, খড়ির ঘর ও বিছালির ঘর ভাংচুর শুরু করে।

রাজু আহম্মেদ জানান, ২০১০ সালের ৯ আগষ্ট একই গ্রামের রুহুল কুদ্দুসের কাছ থেকে ২০৩ নং মৌজার আরএস ৩৬৯৯ দাগের ৬ শতক ও আরএস ৩৭০০ দাগের ৬ শতক মোট ১২ শতক জমি দুইটি কবলা দলিলে ক্রয় করেন। জমি ক্রায়ের পর রাজু আহম্মেদ দুইটি পাকা গুয়াল ঘর, বিছালী, ঘর খড়ীর ঘর ও রান্না তৈরি করে ভোগ দখল করে আসছিলো। ২০২০ সালে রুহুল কুদ্দুসের বোন আলেয়া বেগম ৯৭৫ খতিয়ানের আরএস ৩৭০০ দাগের ৩০ শতক জমির মধ্যে সাড়ে ৯ শতক জমিতে হক সেবা পিটিশন মামলা করেন।

রাজু আহম্মেদ বলেন আমরা ৯৭৫ খতিয়ানের কোন জমি ক্রয় করিনি। এই খতিয়ানের জমির সাথে আমার কোন সম্পর্ক নেই। তারপরও তারা আমার ক্রয় করা জমি দখলের চেষ্টা করেছে।

যার কারনে আদালতে দেওয়ানী ১৫৪/২০২০ মামলা করি। দেওয়ানী মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় সব স্থাপনা ভেঙ্গে চুরমার করে জমি দখল করে নিয়েছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন