হোম ফিচার আঠারো বছর রাজীবহীন ঢাকার চলচ্চিত্র

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার এক সময়ের শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের চলে যাওয়ার দিন আজ ( ১৪ নভেম্বর)। ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকের দিনে ২০০৪ সালে তার মৃত্যু হয়।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। চলচ্চিত্র জীবনে আসার আগে এই অভিনেতা চাকরি করতেন তিতাস গ্যাস কোম্পানিতে। এরপর ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক তার। এরপরের বছর কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে তারকাখ্যাতি পান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব হলেও তিনি চলচ্চিত্র প্রেমীদের কাছে ‘রাজীব’ নামে পরিচিত। খলনায়ক হিসেবে সফল হলেও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাজীব। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘লুটতরাজ’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘সাহসী মানুষ চাই’, ‘বিদ্রোহ চারিদিকে’, দাঙ্গা প্রভৃতি।

ঢাকাই সিনেমার খল অভিনেতা অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন রাজীব।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। ছবিগুলো হলো- হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন