হোম জাতীয় আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন

জাতীয় ডেস্ক :

দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। দলীয় প্রধান শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার গোলচত্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, আমরা আশা করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে অর্ধলক্ষাধিক মানুষ সম্মেলন স্থলে জমায়েত হবে। ধর্মনিরপেক্ষ, সামাজিক ন্যায় বিচার ও শান্তিপূর্ণ বাংলাদেশে বিশ্বাস করি। আমরা ন্যায় ও শান্তির রাজনীতি করি। যারা ধর্মনিরপেক্ষ, সামাজিক ন্যায় বিচার ও শান্তিপূর্ণ বাংলাদেশে বিশ্বাস করে আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো। আশা করছি, সম্মেলন সফল হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা জানান, সম্মেলনকে সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সম্মেলনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্ব যুক্ত হবে। দলের প্রাণ ফিরে আসবে।

সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সম্মেলনের স্বাগত বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার এবং সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবাদুল মোকতাদির চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন