বিনোদন ডেস্ক:
শিশুশিল্পী সিমরিন লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা মহানগর ডিবির প্রধান।
তিনি আরও জানান, লুবাবাকে যে ব্যক্তি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছিল তাকে রাজশাহী থেকে আটক করা হয়েছে এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে লুবাবা গণমাধ্যমে বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে সাইবার বুলিয়ের শিকার হচ্ছি, আমাকে নেটদুনিয়ায় হয়রানি করা হচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। এ ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিল। সেই ভিডিওর বিষয়ে আমি আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আঙ্কেলের’ কাছে এসেছিলাম। হারুন আঙ্কেলের কাছে অভিযোগ দেয়ার পর তিনি দুইদিনও সময় নেননি, সেই অভিযুক্তকে বের করে ফেলেছেন। এখন তিনি ডিবি কার্যালয়ে আছেন।’
লুবাবা জানায়, ‘তিনি (আটককৃত ব্যক্তি) আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আর যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং ও মিম বানাচ্ছেন তাদের আমি অনুরোধ করছি আপনার এ ধরনের কাজ করবেন না। আর আমি তাদেরও মাফ করে দিচ্ছি।’
এ সময় ডিবি প্রধান ও তার টিমকে ধন্যবাদ জানায় লুবাবা।
এর আগে গত ১৫ নভেম্বর (বুধবার) একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুশিল্পী সিমরিন লুবাবা।
মূলত কিছু দিন আগে সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে লুবাবা বলেন ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।
মঞ্চ ও টেলিভিশন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা।