নিজস্ব প্রতিনিধি :
আইনশৃঙ্খলার অবনতি ঘটনানোর অভিযোগে ধানদিয়ার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ । এই ঘটনার মাত্র ৬ ঘন্টার ব্যাবধানে জামিনে মুক্তি মেলে ওই ইউপি চেয়ারম্যানের। মঙ্গলবার সকালে তাকে ধানদিয়ার নিজ বাড়ি থেকে আটকের পর বিকালে তাকে জামিন দেয় সাতক্ষীরা সহকারী জর্জ আদালত।
ধানদিয়া চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম জানান, আমি গত ইউপি নির্বাচনে ধানদিয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতিকে নির্বাচন করি। নির্বাচনে আমাকে ষড়যন্ত্রমুলক ভাবে অল্প ভোটের ব্যাবধানে পরাজয় দেখানে হয়। এরপর আমি সাতক্ষীরা নির্বাচন কমিশন ট্রাইবুনাল আদালতে একটি মামলা করি। মামলা নং-১১/২০২১।
গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে আমি নির্বাচনী এলাকা ফুলবাড়িতে কর্মী সমার্থকদের সাথে চা চক্করে গেলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার ভাই আলম সরদার সহ একই এলাকার জিফান সরদার, সুমন সরদার, শাহিন সরদার বিল্লাল হোসেন এবং ১০/১৫ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়।এসময় সন্ত্রাসীরা আমাকে লোহার রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।
পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্তায় আমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর রবিবার সকালে আমি পাটকেলঘাটা থানায় একটি মামলা দ্বায়ের করি।
এ বিষয়ে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে ষড়যন্ত্র মুলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আমি কোন ভাবেই জড়িত নয় বলে তিনি দাবী করেন।
পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন রায় আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং – ৫। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠনো হয়েছে।