হোম খুলনানড়াইল আজ ১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস  পালিত

আজ ১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস  পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নানা আয়োজনে ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভ’মি  ও  পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পন এবং  নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা  আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন  প্রতিষ্ঠান বধ্যভ’মি ও গণ কবরে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান , স্থানীয় সরকার বিভাগ ,নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল,পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস,এম আব্দুল হক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এস বাকী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস,এ মতিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফিজুরর রহমান আলেক,বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান,সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন