হোম খুলনাযশোর আজ মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম,এম নজরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আজ মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম,এম নজরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

মনিরামপুর(যশোর)প্রতিনিধি:

যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মণিরামপুর বৃহত্তর সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবীদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ্ব এম,এম নজরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বিগত ২০২২ সালের ১৮ জানুয়ারী রাত ৯.২৫ মিনিটে খুলনার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘ দেড় যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হন । ক্যান্সার থেকে নিরাময় হলেও এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভেঙ্গে পড়ে। মৃত্যুর ১৫/১৬ দিন পূর্বে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হন। এ অবস্থায় চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি জোহরবাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম পিতা আব্দুল মোল্যা ও মরহুম বড় ভাই এম,এম সাখাওয়াত হোসেনের কবরের পাশে তার দাপন সম্পন্ন হয়। উল্লেখ্য, সরহুম এম,এম নজরুল ইসলাম ছিলেন একজন নিবেদিত ও জনদরদী রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এবং বৃহত্তর সদর ইউনিয়ন পরিষদের ৩বার চেয়ারম্যান হিসেবে তিনি সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা। পাশাপাশি মনিরামপুর ফাজিল মাদরাসা, মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ছিলুমপুর বালিকা বিদ্যালয়,হাজরাকাঠি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে গেছেন। মরহুমের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাই। আমিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন