হোম অন্যান্যসারাদেশ আজ থেকে যশোর মুসলিম এইড ইন্সটিটিউটে শুরু হয়েছে বেকার যুবকদের ৩ মাস ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম

যশোর অফিস :

যশোর মুসলিম এইড ইন্সটিটিউটে আজ থেকে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী ফ্রি প্রশিক্ষন কার্যক্রম। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুসলিম এইড ইউকে লন্ডন অফিনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান। বক্তব্য রাখেন মুসলিম এইড এর প্রোগ্রাম কো অর্ডিনেটর সানজিদা খান মজলিস , মনিটোরিং এন্ড ইভ্যুলেশন অফিসার এস এম সিফাত সরোয়ার, দৈনিক কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেন।

মুসলিম এইড ইউকে প্রধান কার্যালয়ের যাকাত ফান্ডের অর্থায়নে আগামী ৬ মাসে ১৮০ জন বেকার যুবক যুবতীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত কওে তাদেরকে কর্মক্ষম গড়ে তোলাই এই প্রোগ্রামে মুল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান বক্তারা।


সম্পর্কিত পোস্ট

মতামত দিন