বিনোদন ডেস্ক :
প্রসিদ্ধ সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হলেও স্বতন্ত্র শিল্পীসত্তায় উজ্জ্বল রাজা বশীর। আধুনিক ও অন্যান্য গান গেয়ে ইতোমধ্যেই শ্রোতাদের প্রশংসা পেয়েছেন তিনি। আর বাংলা গানের শ্রোতাদের হৃদয় জয় করা শিল্পী বাবা বশীর আহমেদ ও মা মীনা বশীরের সন্তান হওয়ায় বিস্তৃতি পেয়েছে তার শিল্পী পরিচয়।
সংগীতের উত্তরাধিকার ধারণ করা শ্রোতাপ্রিয় শিল্পী রাজা বশীর ৮ জানুয়ারি (রোববার) রাত ১০টায় গাইবেন ‘আজ গানের দিন’-এ।
এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের নিয়মিত এ আয়োজনের ২৫তম পর্ব সরাসরি প্রচারিত এনিগমা টিভিতে। একইসঙ্গে এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও উপভোগ করা যাবে ‘আজ গানের দিন’।
বাবা-মায়ের হাত ধরেই গানের ভুবনে অভিষেক রাজা বশীরের। এরপর গানই হয়ে ওঠে তার জীবনে পথচলার সঙ্গী। বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ গানের জগতে এলেও স্বযোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পী রাজা বশীর, অর্জন করেছেন সুখ্যাতি।
বর্তমানে কাজ করছেন সুরকার, সংগীত পরিচালক ও নির্মাতা হিসেবে। এর আগে নাটক ‘না’, ‘গোলমাল’ এবং সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’-তে সংগীত নিয়ে কাজ করেছেন। গীতিকার হিসেবেও সুপরিচিত তিনি। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে সুখের অনুনাদে, অদেখা গুরু, সন্ধ্যা আবার আসবে ফিরে, বিজয়ের গান গাই, এলো খুশির ঈদ, মওলা জানে আল্লাহ জানে উল্ল্যেখযোগ্য।
গানের ফাঁকে সময় পেলে কাঠের কাজ এবং ছবি আঁকেন রাজা বশীর। তবে ভুলে যান না পরিবারের সঙ্গে আড্ডা দিতে।
