হোম অন্যান্যসারাদেশ আজ ঐতিহাসিক ডহুরী দিবস

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) :

আজ ২২ জুলাই শহীদ গোবিন্দ দত্তের ৩৫ তম মৃত্যু বাষিকী ও কৃষক অভ্যুত্থান ডহুরী দিবস। ১৯৮৮ সালের ২২ জুলাই বিল খুকশিয়ার অপরিকল্পিত মাছের ঘের উচ্ছেদ আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। জলাবদ্ধতার অভিশাপ মুক্তির আন্দোলনে অংশ নেন শিক্ষক, কৃষক সহ সবস্তরের মানুষ। অবৈধ ঘের মালিক আতিয়ার খাঁর ভাড়াটিয়া সন্ত্রাসী ও পুলিশের মুহুর মুহুর গুলি ও বোমাকে পরাস্ত করে নিরস্ত্র সাধারণ মানুষ। পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক গোবিন্দ দত্ত, জনতার রোষানলে নিহত হন পুলিশ কনেষ্টবল মোশাররফ হোসেন। পঙ্গুত্ব বরণ করেন কৃষক নেতা গোবিন্দ রকার, শিক্ষক মোশাররফ হোসেন সহ শতাধিক কৃষক জনতা।

উচ্ছেদ আন্দোলনের সাফল্য হিসেবে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় ভাবে ডহুরী দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি পালনে এবারো প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। সকালে কেশবপুরের নারায়ণ পুর স্কুল মাঠে শহীদ গোবিন্দ দত্তের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, মৌণ মিছিল, কালোব্যাজ ধারণ ও বিকেল ৫ টায় পাঁজিয়া বাজারে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করেছেন সংগঠনটির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমান।

মতামত দিন