হোম ফিচার আজমীরে নিরব, দোয়া চাইলেন হাত তুলে

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নিরব। একাধিক সিনেমার কাজ নিয়ে তার ব্যস্ততা। ব্যস্ততার ফাঁকে উড়াল দিয়েছেন ভারতে। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গা। সে ছবি-ভিডিও শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকের সূত্র ধরে যোগাযোগ করা হলে নিরব জানান, ভারতের একটি সিনেমার কাজে সেখানে অবস্থান করছেন। কিন্তু সিনেমাটি ব্যাপারে এখনই কোনো তথ্য দিতে চান না এ অভিনেতা। ৯ ডিসেম্বর দেশে ফিরবেন নিরব। তখনই জানাবেন বিস্তারিত।

নিরব বলেন, ‘কাজের বিষয়টি এখনই ডিসক্লোজ করা যাবে না। কলকাতা, রাজস্থান, জয়পুর, আজমীর শরীফসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আজমীর শরীফের কথা অনেক আগে থেকেই শুনে আসছি। কিন্তু এবারই প্রথম যাওয়ার সুযোগ হলো। আজমেরী যাওয়ার পর একটা অন্যরকম ফিল হয়েছে। মনে হয়েছে শরীরে এনেসথেসিয়া দেওয়া হয়েছে।’

আজমীরে এসে পরিবার, আত্নীয়স্বজনের জন্য হাত তুলে দোয়া করেছেন নিরব। বিশেষ করে তার দুই মেয়ের জন্য দোয়া করেছেন এ চিত্রনায়ক। নিরব বলেন, ‘আমি হাত তুলে আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মাও ছিলেন। প্রার্থনায় পৃথিবীর সকল মানুষই ছিল। ইমন আমার ভালো বন্ধু, সত্যি ওর ভালো চাই। ওর জন্যও দোয়া করেছি। ও যেন উটকো কোনো ঝামেলায় না পড়ে সেজন্য দোয়া করেছি।’

এদিকে গত ২৪ নভেম্বর মুক্তির অনুমতি পেয়েছে নিরব অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি। ডিসেম্বরে এ সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর নির্মাতা অনন্য মামুন।

এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা। নিরব-মিথিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন নওশাবা, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন