সংকাল্প নিউজ :
শুক্রবার (৩ মার্চ) দিনের সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
মাছ-মাংস-সবজিতে ‘আগুন’, ভোক্তাদের নাভিশ্বাস
রোজার আগেই অস্বাভাবিক হয়ে উঠেছে মাংসের বাজার। এক মাসের ব্যবধানে ব্রয়লারের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। ঊর্ধ্বমুখী গরুর মাংসের দাম, সুখবর নেই মাছের বাজারেও। আর শীত শেষে কেজিতে ৫-১০ টাকা বাড়তি সবজির দাম। এ অবস্থায় খরচের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। যদিও এখনও স্থিতিশীল চাল, ডাল, তেলের মতো নিত্যপণ্যের দাম।
যে কারণে শিশুপুত্রকে ভিক্ষুকের কোলে দিয়ে পালিয়েছিলেন মা!
ঋণে জর্জরিত হয়ে স্বামীর সঙ্গে রাগ করে তিন মাসের সন্তানকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে ছিলেন মা। বুধবার (১ মার্চ) বিকেলে শহরের মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিন খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে রাখে পুলিশ।
শুক্রবারও দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শুক্রবার (৩ মার্চ) সকালেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল ঢাকার বাতাস। সেইসঙ্গে শহরটি শীর্ষ দূষিতের তালিকায়ও স্থান করে নিয়েছিল।
কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অসুস্থ হয়ে অনেকে গোপনে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসাধীন। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্চেই তিনটি কালবৈশাখী, বজ্রপাত-শিলাবৃষ্টি
শীতের শেষে এসেছে গ্রীষ্ম। এটি কালবৈশাখীর মৌসুম। এরইমধ্যে কালবৈশাখীর খবরও দিয়েছে আবহাওয়া অফিস। একমাস মেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসেই বজ্র ও শিলাবৃষ্টিসহ অন্তত তিনটি কালবৈশাখী ঝড় আঘাত হানবে দেশে। যার অন্তত একটি ঝড় হবে তীব্র।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংল্যান্ড
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ জিতল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় ব্যবধানে জিতেছে জস বাটলার বাহিনী। আগের ম্যাচে ৩ উইকেটে জিতেছিল সফরকারীরা।
বিচ্ছেদের পর নুসরাতের ‘আবার প্রলয়’
দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। কিছু দিন আগেই ঘোষণা দিয়েছেন বিচ্ছেদের। এরপরই নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ‘আবার প্রলয়’-এর।