জাতীয় ডেস্ক:
সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজবাড়ীর বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
তাদের পাশাপাশি আনসার সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিট ও রোভার স্কাউট সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন। যানজট নিরসনের নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে সহযোগিতা করছে তারা।
এছাড়া থানা, ব্যাংক, বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার বাহিনী।
নাটোর শহরের বিভিন্ন সড়কেও ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে রোভার স্কাউট সদস্যদের। ছায়াবানী মোড়ে মোটর সাইকেলের জন্য আলাদা লেন করে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোভার স্কাউট সদস্যরা জানান, প্রধান সড়কগুলোতে যেন যানজট সৃষ্টি না হয় এজন্য কাজ করছেন তারা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান শিক্ষার্থীরা।