হোম জাতীয় আচরণ বিধি ভঙ্গ: পাটমন্ত্রীসহ নৌকার ৪ প্রার্থীকে ইসির সতর্কবার্তা

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চার প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব আতিয়ার রহমানের সই করা পৃথক চিঠিতে প্রার্থীদের এ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

নৌকার এ চার প্রার্থী হলেন, ঢাকা-১৯ আসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ চুমকি ও মুন্সিগঞ্জ-আসনে মৃণাল কান্তি দাস।

ঢাকা-১৯ আসন

হাজারো কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছে অনুসন্ধান কমিটি। এ অবস্থায় ভবিষ্যতে আচরণ বিধি মেনে চলার শর্তে নৌকার প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ-১ আসন

৩০ নভেম্বর অস্ত্রধারীকর্মীসহ বহু সংখ্যক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দিয়েছে অনুসন্ধান কমিটি। আচরণ বিধি মেনে চলতে তাকে সতর্কবার্তা পাঠানো হয়।

গাজীপুর-৫ আসন

২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি। এ অবস্থায় সতর্ক করতে তাকে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ-৩ আসন

২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা-সমাবেশ করেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাও করেন। এ সময় শত শত নেতাকর্মী ভিড়ে সুপার মার্কেট এলাকায় একঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে। এতে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেয় অনুসন্ধান কমিটি। এ অবস্থায় আচরণ বিধি মেনে চলতে নৌকার প্রার্থীকে সতর্কবার্তা পাঠিয়েছে ইসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন