হোম জাতীয় আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা

আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, মাত্র দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে তুলে এনেছে। সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।’ তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর অবস্থায় নেই। বরং তা ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা সম্ভব হয়েছে।’

পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনীতি আইসিইউ ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।’

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘গণভোটে আমরা হ্যাঁ চাচ্ছি।’

নবম পে স্কেল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করবো। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন