হোম অন্যান্যসারাদেশ আগুনে ২ হাজার ঘর পুড়ে ছাই, ১২ হাজার রোহিঙ্গা আশ্রয়হীন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুনে ৪টি ব্লকের অন্তত ২ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ হাজার রোহিঙ্গা আশ্রয়হীন হয়ে পড়েছে বলে জানিয়েছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন সূত্র।

রোববার (৫ মার্চ) সন্ধ্যায় সময় সংবাদকে মোবাইল ফোনে ৯ ও ১০ নম্বর ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  ‘প্রায় ৪ ঘণ্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। পুড়ে গেছে ৩৫টি মসজিদ-মাদ্রাসাও। এছাড়া হাসপাতাল ও হেলথ সেন্টারসহ ১৫টি প্রতিষ্ঠান পুড়েছে। এতে অন্তত ১২ হাজার রোহিঙ্গা আশ্রয়হীন হয়ে পড়েছে। কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

এরআগে, রোববার বিকেল ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের ৯, ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও সেনাবাহিনীর ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘রোববার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত, সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন