হোম জাতীয় আগারগাঁওয়ে সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তি নিহত

জাতীয় ডেস্ক :

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পটকা ফুটানোকে কেন্দ্র করে স্থানীয় দুদলের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে মারধরের শিকার হন খলিল (৬৫) নামে এক ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১১ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, তিনি পশ্চিম আগারগাঁওয়ের একটি বাসায় পরিবার-পরিজন নিয়ে থাকতেন।

ওসি বলেন, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে বনলতা নির্মাণাধীন ভবনের সামনে পটকা ফুটানোকে কেন্দ্র করে কয়েকজন তাকে মারধর করে। এতে তিনি আহত হলে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ভর্তি করানো হয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পটকা ফুটানো নিয়ে স্থানীয় ছেলেদের মধ্যে মারামারি হয়। খলিল বিষয়টি মীমাংসা করতে গেলে মারধরের শিকার হন তিনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন