নিউজ ডেস্ক:
আগামী জাতীয় নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংঘাতের আশঙ্কা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার রাজধানীর জাতীয় চিত্রশালায় এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।
নুরুল হক নূর বলেন, ‘আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন।’
এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার বৈষম্যমূলক আচরণ করছে। যারা দেবতার মতো, জাতিকে শেখ হাসিনা থেকে উদ্ধার করেছিল, তাদের অবতারটা এখন আমরা কি দেখছি? বরং তাদের দ্বারাই নতুন বৈষম্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট পুরোটাই নিজেরা নিয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলনও একই কাজ করছে।’
নূর বলেন, ‘যারা মানুষকে হত্যা করেছে, তাদের মাত্র কয়েকজনকে বিচারের মুখোমুখি করা গেছে। বেশিরভাগই বিচারের আওতার বাইরে।’
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা মানহীন বিচার করতে চাই না। এতে করে পরে প্রশ্ন উঠবে। ব্যাংকিং খাতে নতুন করে আর কোনো লুটপাট হচ্ছে না। আইন মন্ত্রণালয় থেকে অন্তত দুই ডজন আইন প্রণয়ন করা হয়েছে।’
নতুন বন্দবস্ত করতে নতুন গণমাধ্যম, নতুন ব্যবসায়ী ও নতুন প্রশাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আইসিটির নামে ব্যাপক লুটপাট করা হয়েছে এ খাতে। আজকে সব রাজনৈতিক দল মিলে যদি বলে, এই সব আমলা বা সচিবরা অভিযুক্ত তাহলে সরকারের জন্য সুবিধা হবে।’