হোম অন্যান্যসারাদেশ আগামী নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি জাতীয় পার্টির

খুলনা অফিস :

জাতীয় পার্টিকে ঢেলে সাজানো শুরু হয়েছে। ইতিমধ্যে খুলনা বিভাগের সকল জেলায় এর কার্যক্রম দৃশ্যমান। তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। কারণ আগামী সংসদ নির্বাচনে ৩’শ আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি। গতকাল রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। সেই সক্ষমতাও দলের আছে। সকলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজির মত ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, খুলনায় বিভিন্ন সময় জাতীয় পার্টির কমিটি ও নেতৃত্ব নিয়ে মিডিয়ায় নিউজ এসেছে। আশা করি ভবিষ্যতে সকল কিছুর সমাধান করে সকলের যৌথ প্রচেষ্টায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে চলবে।

তিনি বলেন, বর্তমানে খুলনা মহানগরের আহবায়ক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। খুব দ্রুত এই পদটি পূরণ করা হবে। এছাড়া বিগত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও মহানগরের সাবেক সদস্য সচিব এস এম মুশফিকুর রহমান প্রত্যাশা অনুযায়ী ভোট না পাওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অন্য কোন দলে যোগদান না করায় এবং সংগঠনের গঠনতন্ত্রের বাইরে কোন কার্যক্রম না করায় পুনরায় তাকে দলে নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, খুলনা জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু, নগরের সদস্য সচিব হাজী মোশাররফ, মহানগরের সাবেক সদস্য সচিব এস এম মুশফিকুর রহমানসহ দৌলতপুর, খালিশপুর, সদর এবং সোনাডাঙ্গা থানার নেতৃবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন