হোম জাতীয় আগামী তিন মাস বাংলাদেশে অনেক ষড়যন্ত্রের খেলা হবে: শামীম ওসমান

জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত এবং নির্বাচন বানচাল করতে আগামী তিনমাস দেশে অনেক ষড়যন্ত্রের খেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার লারপুর এলাকায় ডিএনডি’র জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে এক কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মোশতাকের বংশধররা আছে। সাদা চামড়া দেখলেই গোলামি শুরু করে, গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ। কেয়ারফুল থাকেন আগামী তিন মাস। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবে।

শামীম ওসমান চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি বাংলাদেশে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আমি যা বলি জেনে বুঝেই বলি।

এ সময় বিএনপি-জামায়াতের রাজনীতি করা নিয়ে কোনো প্রভাব খাটাননি বলেও দাবি করেন শামীম।

তিনি বলেন, আমি কোথাও প্রভাব খাটাইনি। বিএনপি-জামায়াত রাজনীতি করুক। তারা জাতির পিতার কন্যাকে নিয়ে যেসব কথা বলছে। আমাদের বয়স হয়েছে কলিজা ছোট হয়নি। মা বলে ‘গো’ বলার সময় পাবেন না। নেত্রীকে গালি দিয়ে স্লোগান দেন! দৌড় দিয়ে পোষাবে না। জনগণ আমাদের ক্ষমতায় উৎস। যা করবো জনগণকে নিয়েই করবো।

বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে শামীম ওসমান বলেন, আপনারা ভীমরুলের চাকে হাত দেবেন না। তাহলে ‘মা’ বলে ‘গো’ বলার টাইম পাবেন না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন