নিজস্ব প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদরে ভোট কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদর আসনের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
এমপি রবি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্র হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি ও প্রতিটি ইউনিয়ন হবে বাংলাদেশ আওয়ামী লীগের দূর্গ। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়করাতে। বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের সকল উন্নয়নের দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগ। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহাসীন কবির পিন্টু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার রহিলউদ্দিন, সাধারণ সম্পাদকআবু বক্কর সিদ্দিক, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ধুলিগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মগরেব আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান ও আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা সদর-২আসন থেকে জননেত্রী শেখ হাসিনা আবারও বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেবেন ইনশাল্লাহ। সততা ও যোগ্যতার বিচারে এবং তৃণমুল নেতৃবৃন্দদের মূল্যায়ণকারী আপোষহীণ গণমানুষের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি আবারও জনগণের দোয়া ও ভালবাসায় আবারও বিপুল ভোটে এমপি নির্বাচিত হবেন ইনশাল্লাহ।” এসময় সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।