হোম রাজনীতি আগামীকাল শনিবার গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের উপনির্বাচন

আগামীকাল শনিবার গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের উপনির্বাচন

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি(নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী একই আসনের সাবেক সাংসদ প্রয়াত ড.টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর ছেলে মইনুল রাব্বী চৌধুরী(লাঙ্গল) ও জাসদ সমর্থিত প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি(মশাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন ও সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৫৭৩ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৩২টি এবং ভোট কক্ষ ৭৮৬টি।১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, র্যা ব ও বিজিবি সদস্যরা আইন শৃংখলা রক্ষার দায়িত্বে থাকবেন।

এ আসনে মোট ভোটারের মধ্যে ২৩ হাজার ৩৫৭ জন এবার নতুন ভোটার। আর মোট ভোটারের ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ফলে জয়-পরাজয় তরুণ ভোটারদের সিদ্ধান্ত গুরুত্ব পাচ্ছে।
তরুণ ও নতুন ভোটারদের অধিকাংশই জানিয়েছেন, তাঁরা নিজের ভোট নিজে দিতে চান। তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে চান।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের ইউনুস আলী সরকার। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন