হোম অন্যান্যসারাদেশ আগরদাঁড়ি প্রিমিয়ার লিগ ফাইনাল ম্যাচে শিয়ালডাঙ্গা এসডি সংঘ চাম্পিয়ান

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত। আগরদাঁড়ি সবুজ সংঘ সার্বিক তত্ত্বাবধানে আগরদাঁড়ি প্রিমিয়ার লিগ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর প্রথম থেকে আক্রমণ পাল্টা আক্রমণ দু’দলের মধ্যে বিরাজ করে। এসডি সংঘের আক্রমণভাগের খেলোয়াড়রা মুহুর মুহুর আক্রমণ করে। কিন্তু প্রতিপক্ষ রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী হওয়ায় বারবার আক্রমণ প্রতিহত করেন।

প্রথম অধ্যায়ের 20 মিনিটের মাথায় এসডি সংঘের 10 নম্বর জার্সি পরা খেলোয়াড় মাহমুদুল হাসান আচমকা নিয়ে চুপড়িয়া গোলরক্ষক কে বোকা বানিয়ে মায়াবী জালে জড়িয়ে দেন।

পরে গোল পরিশোধ করার জন্য চুপড়িয়া একতা যুব সংঘ মরিয়া হয়ে ওঠে। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। এরই মধ্যে প্রথম হাফের খেলা শেষ হয়। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আক্রমণ আরো বাড়িয়ে দেন চুপড়িয়া একতা সংঘ।

দ্বিতীয় অধ্যায়ের 13 মিনিটের মাথায় সমতা ফেরান। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোন দল আর কোন গোল করতে না পারায় এক গোলে মাঠ ছাড়ে।

পরে টাইব্রেকারে শিয়ালডাঙ্গা এস ডি সংঘ ৫ চুপড়িয়া একতা যুব সংঘ ৪ গোলে জয় ছিনিয়ে নেন। শিয়ালডাঙ্গা এস ডি সংঘ হাজার দর্শকের মধ্যে খেলাটি উপভোগ করেন 10 নং আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালিক প্রভাষক মইনুল ইসলাম মাসুদ রানা সাবেক খেলোয়াড় আব্দুল বারি সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরদাঁড়ি 1 নং নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আনারুল ইসলাম। রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করেন।হাফিজুর রহমান হাফিজ, ইকরামুল ইসলামও,ইসমাইল হোসেন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইকবাল হোসেন মিডিয়া পার্টনার হিসেবে খেলাটি সরাসরি সম্প্রচার করেন অনন্ত টিভি ফেসবুক পেজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন