হোম অন্যান্যসারাদেশ আগরতলা অভিমুখে লংমার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির পথসভা

আগরতলা অভিমুখে লংমার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির পথসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 6 ভিউজ

অনলাইন ডেস্ক:
ভারতের আগরতলা অভিমুখী লংমার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন পথসভার আয়োজন করেছে।

পথসভায় দলীয় নেতাকর্মীরা বলেন, ‘ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি করছে বিএনপি। এতে তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল অংশ নিয়েছে।’

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা থেকে আখাউড়া যাওয়ার পথে ভৈরব মোড়ে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভৈরবে লংমার্চের গাড়িবহর প্রবেশ হওয়ার সময় সড়কের দুই পাশে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। তারা হাত নেড়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানান। এ সময় নানা রকম স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন