হোম জাতীয় আখাউড়া স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রফতানি কার্যক্রম

জাতীয় ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে রোববার (২ জুলাই) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

আর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক হাসান আহমেদ ভূঁইয়া জানান, বন্দর বন্ধ থাকাকালীন দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন